ইসলামী ব্যাংকে ৪১৩ কোটির ঋণ পুনঃ তফসিল করিয়ে নিল শীতলপুর স্টিল

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদের সভায় চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান শীতলপুর অটো স্টিল মিল ৪১৩ কোটির ঋণ পুনঃ তফসিল (নিয়মিত) করিয়ে নিয়েছে। গত ২৭ জুনের ওই এক সভাতেই নজিরবিহীন কায়দায় শীতলপুর অটো স্টিল মিল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল করা হয়েছে। এর পরও জুন শেষে ইসলামী ব্যাংক খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬২ কোটি টাকা। এক সভায় এতো বিপুল অংকের ঋণ নিয়মিত করার ঘটনা তোলপাড় তৈরি করেছে ব্যাংকপাড়ায়।

ঋণ পুনঃ তফসিল করা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনিলায়েন্সের ২৫৮ কোটি, মেসার্স রবিউল ইসলামের ২৫৬ কোটি, ওশিন স্পিনিংয়ের ২৩৯ কোটি, ওয়েসিস হাইটেক সোয়েটারের ৮৬ কোটি, প্রধান ট্রেডার্সের ১৩১ কোটি, সিস্টার ডেনিমের ২৩৫ কোটি, শাহ আমিন উল্লাহর ১৩৯ কোটি, ইসলাম ব্রাদার্সের ২২৭ কোটি, পদ্মা অ্যাগ্রোর ১০৬ কোটি, দাদা সোর্সিংয়ের ১০১ কোটি, আবেদ টেক্সটাইলের ৯৪ কোটি, মাহমুদ এন্টারপ্রাইজের ১২০ কোটি, ভূঁইয়া ফ্যাশনের ৭৫ কোটি ও এক্সক্লুসিভ স্পিনিংয়ের ৬৮ কোটি টাকা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!