ইভিএম-এ ভোট নিতে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ বাঁশখালীতে

বাঁশখালী পৌরসভা নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোট নিতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার ( ১১ জানুয়ারি) শুরু হয়েছে।

বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১২ জন প্রিসাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১৮৩ জন পোলিং অফিসার।

এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪জন। মোট ভোটার ২৬ হাজার ৯৮০জন।

পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৮৮৬ জন। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রেই ইভিএম এ ভোট গ্রহণ করা হবে।

নৌকা প্রতীক নিয়ে লড়বেন বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এসএম তোফাইল বিন হোসাইন। স্বতন্ত্র পদে মোবাইল প্রতীক নিয়ে লড়বেন বিএনপি নেতা ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী পৌরসভা নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, প্রশিক্ষক হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল আলম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ প্রমুখ।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!