ইতালি থেকে দুই পিস্তল এল চট্টগ্রামে, গন্তব্য ছিল আগ্রাবাদ

গৃহস্থালী পণ্যের সঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউসের বৈদেশিক ডাকযোগে এলো দুটি অত্যাধুনিক এইটএমএম পিস্তল ও ৬০টি বুলেট।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে একটি কার্টন থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। ওই চালানে ড্রিল মেশিন, কাঁচের গ্লাস, সাবান, চকোলেটসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যও ছিল।

কাস্টমসের নথি অনুযায়ী, রাজীব বড়ুয়া নামে ইতালির রোম থেকে পাঠানো এক প্রবাসীর ওই চালানটির গন্তব্য ছিল চট্টগ্রামের সিজিএস কলোনি। ওই এলাকার কামরুল হাসানের নামে এই অস্ত্রগুলো আসে। একই চালানে আরও দুটি এইটএমএম সদৃশ খেলনা পিস্তলও রয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী এসব বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। একটি বক্সে বিশেষভাবে অস্ত্রগুলো লুকানো অবস্থায় ছিল। ইতালীর রোম থেকে এই অস্ত্রগুলো এসেছে।

কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, ‘অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অস্ত্রগুলোর প্রাপক ও প্রেরকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!