ইতালির পার্সেলে পিস্তল : সেই আয়কর কর্মচারী ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম নগরীতে ইতালি থেকে পার্সেলে করে দুটি পিস্তল আনার ঘটনায় গ্রেপ্তার আয়কর কর্মচারী কামরুল হাসানকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল হাসান চট্টগ্রাম কর অঞ্চল- ১ এর অফিস সহায়ক পদে কর্মরত আছেন। ইতালি থেকে তার নামে চালান পাঠায় রাজীব বড়ুয়া মুন্নার নামের এক ব্যক্তি। তবে রাজীব বড়ুয়া মুন্না ও মজুমদার কামরুল হাসান দুজনেই পূর্ব পরিচিত। ছোটবেলা থেকেই তারা একে অপরকে চেনেন। ঘটনার কয়েকদিন আগেও সিজিএস কলোনির ভেতরে দুজনকে আড্ডা দিতে দেখা গেছে বলে জানা যায়।

এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) ইতালি থেকে আসা গৃহস্থালী সামগ্রীর একটি পার্সেল থেকে কৌশলে লুকানো দুটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা।

এ ঘটনায় রোববার রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে নগরের বন্দর থানায় মামলা করেন । মামলায় আসামি করা হয় ডাক প্রেরক রাজিব বড়ুয়া মুন্না ও প্রাপক আগ্রাবাদ সিজিএস কলোনির কামরুল হাসানকে।

এরপর সোমবার রাতে নগরের হালিশহর এলাকার শ্বশুর বাড়ি থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

কাস্টমস সূত্রে জানা যায়, একটি পিস্তল জিএপিকেএএল ৮এমএম, যেটির ওজন ৯৪০ গ্রাম। অন্যটি ৬এমএম বি বেরেটা পিএক্স৪ স্টর্ন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!