ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ বাংলাদেশ বিমানের ফ্লাইট

আকাশে উড্ডয়নরত অবস্থায় ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট ।তবে যাত্রীরা সবাই নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

জানা গেছে, বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উডোজাহাজটি যাত্রা শুরু করেছিলো সিঙ্গাপুর থেকে। শিডিউল অনুযায়ী অবতরণ করার কথা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশে উড্ডয়নরত অবস্থায় উডোজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে পাইলট বাধ্য হয়ে উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সোমবার (৮ এপ্রিল) বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে জানায় বিমানবন্দর সূত্র।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুইটি ইঞ্জিনের মধ্যে একটি বিকল হওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

কাজী খাইরুল কবির আরও বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পাইলট চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের ইঞ্জিন মেরামত শেষে শীঘ্রই যাত্রীদের ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!