ইঞ্জিনিয়ার হতে চাওয়া ওয়াফির প্রাণ গেল ইলেকট্রিক শকে

নাম ওয়াসি (১৩)। কথায় কথায় প্রায়ই বলত, বড় হয়ে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হবে। গাড়ি বানাবে। প্লেন বানাবে। সেই ছোট্ট ওয়াসির প্রাণ গেল ইলেকট্রিক শকে।

শুক্রবার (২১ (এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে খেলতে খেলতে অসাবধানতাবশত ইলেকট্রিক বোর্ডে হাত দিলে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয় ওয়াফি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

নিহত ওয়াসি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা আশার বাপের গলি ইমাম আলী সারাংয়ের বাড়ির নূরুল হুদার ছেলে। তারা ২ ভাই ১ বোন বলে জানান ওয়াসির ভাই রাসেল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপপুলিশ পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, ইলেকট্রিক শকে গুরুতর আহত ওয়াসি নামে ১৩ বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইএমই/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!