ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার কৌশল

ব্রাউজারে ইদানিং বিনা বিজ্ঞাপনে ওয়েবসাইট দেখার ফিচারেই বেশি জোর দেওয়া হচ্ছে। এর ফলে ব্রাউজার থেকে কেউ কোনো সাইটে ঢুকলে সেখানে থাকা অ্যাডসেন্সের মতো থার্ড পার্টির বিজ্ঞাপন প্রদর্শন হবে না। ব্রাউজার সেটিংস থেকে বিজ্ঞাপনগুলোকে ব্লক করে রাখা যায়।

তবে এর চেয়েও সহজে ইউটিউবের ভিডিওর বিজ্ঞাপন বন্ধ রাখার কৌশলও বের হয়েছে ইতিমধ্যে। এক প্রযুক্তি অনুরাগী ইউটিউবে বিজ্ঞাপনবিহীন ভিডিও দেখার কৌশল বের করতেই তা নিয়ে শোরগোল পড়লো টেকবিশ্বে। ওই প্রযুক্তি অনুরাগী জানিয়েছেন কৌশলটি। ব্রাউজারের ইনকগনিটো বা প্রাইভেট মোডে গিয়ে ইউটিউব দেখলে এ সুবিধা পাওয়া যাবে। তবে এ জন্য ইউটিউব ভিডিও লিংকের ডটকমের পরে ও স্ল্যাশের (/) আগে একটি বাড়তি ডট (.) জুড়ে দিতে হবে।

অর্থাৎ ইউটিউব ভিডিওর লিংক যদি youtube.com/xyz হয় তাহলে ব্রাউজারে ডট কমের পর এভাবে একটি বাড়তি ডট দিতে হবে youtube.com./xyz

অন্যদিকে কেউ যদি কোনো ট্রিক ছাড়াই স্বাভাবিক নিয়মে বা প্রচলিত উপায়ে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখতে চান, তাহলে খরচা করে ইউটিউব প্রিমিয়ারে সাবস্ক্রাইব করতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!