ইউএসটিসির ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দিলো সিডিএ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চট্টগ্রাম নগরীর গয়নার ছড়া খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ওয়ারলেস মোড়ে ইউএসটিসির ভবনের অবৈধ অংশও ভাঙ্গা হয়।

এ উচ্ছেদ অভিযানে অন্তত ১২০ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

সেনাবাহিনীর সহযোগীতায় এ অভিযান পচিালনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

সিডিএর সহকারী প্রকৌশলী হামিদুল হক জানান, নগরীর ওয়ারলেস মোড়ে খালের জায়গায় অবৈধভাবে ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে ইউএসটিসি। অভিযানকালে ভবনের অবৈধ অংশটি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনার মধ্যে ২০ তলা বহুতল ভবনও ছিলো।

উল্লেখ্য, ইউএসটিসি কর্তৃপক্ষ তাদের ভবনের অবৈধ অংশ নিজেরা ভাঙ্গবে বলে সময় চায়। এসময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৯০ দিনের সময় দেয়।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!