ইউএনওর অভিযানে ৭৪ শতক সরকারি জায়গা উদ্ধার

হাটহাজারীর ধলই ইউনিয়নে উচ্ছেদ অভিযান চালিয়ে ৭৪ শতক সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

জানা যায়, ধলই ইউনিয়নের কালি মন্দিরের সড়কের পাশে মাটি ফেলে রাতের আঁধারে সরকারি জায়গা দখল করে নিচ্ছিল একটি চক্র।
প্রতিদিন রাত ১২টার পর থেকে সকাল পর্যন্ত মাটি ফেলে স্কেভেটর দিয়ে চলছিল ভরাট কাজ।

এর আগেও চক্রটি ২০১৩ সালে জায়গাটি দখল করতে গিয়ে ব্যর্থ হয়। গোপনে সরকারি জায়গা দখলের খবর পেয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭৪ শতক সরকারি জায়গা উদ্ধার করে উপজেলা প্রশাসন।

অভিযানে মাটি, স্কেভেটর জব্দ করা হয়। এছাড়া জায়গাটি সড়ক ও জনপদ বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউএনও রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সড়কের পাশে মাটি ভরাট করে সরকারি জায়গা দখলের খবর পেয়ে ৭৪ শতক সরকারি জায়গা উদ্ধার করি। এ ঘটনায় স্কেভেটর, মাটি ও উদ্ধার করা ভূমি সড়ক ও জনপদ বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সিএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!