ইংল্যান্ডে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের ৯২ ফিরিয়ে আনার মিশন

পাকিস্তানের নামের আগে যুক্ত হয়ে গেছে ‘আনপ্রেডিক্টেবল’ বিশেষণটা। কখনো নিশ্চিত জয়ের বন্দর থেকে হেরে ফিরে আসা বা কখনো পরাজয়ের মুখ থেকে অনবদ্য জয় নিয়ে ফেরা, পাকিস্তান এমনই। যার কারণে আনপ্রেডিক্টেবল তকমা বা ফর্মে না থাকলেও সহজে বাতিলের তালিকায় তোলা যায় না সরফরাজ আহমেদের দলকে।

বিশ্বকাপে সাফল্য-ব্যর্থতা: বিশ্বকাপের শুরুর আসর থেকে অংশগ্রহণ করে আসছে পাকিস্তান। বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তির দেশটি ইমরান খানের হাত ধরে ঘরে তুলেছে ১৯৯২ বিশ্বকাপ। ১৯৯৯ বিশ্বকাপেও ফাইনাল খেলেছে তারা। গত বিশ্বকাপে পাকদের স্বপ্ন শেষ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে।

গেম প্ল্যান: কোচ আর্থার তার ১৫ সদস্যের দলে প্রাধান্য দিয়েছেন তরুণদেরই। ইংল্যান্ডের মাটিতে এখন পযর্ন্ত ব্যাটিংয়ে সফল পাকিস্তান। কিন্তু বোলিং নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাদের। এমনকি ফিল্ডিং নিয়েও। অবশ্য তার জন্য শেষ সময়ে এসে দলে নিয়েছেন ওয়াহাব-আমিরকে। টসে জিতলে প্রথমে ব্যাটিং নেওয়ার চিন্তা করবেন সরফরাজ।

স্পটলাইট: হতাশার মাঝেও পাকিস্তানের আশার আলো বাবর আজম ও ফখর জামান। দুর্দান্ত ব্যাটিংয়ে এরইমধ্যে বিশ্ব ক্রিকেটর নজর কেড়েছেন উভয়ে। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন ফখর। এছাড়া মিডল-অর্ডারে আছেন অভিজ্ঞ শোয়েব মালিক। জ্বলে উঠতে চাইবেন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বোলিংয়ে অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির তো আছেনই।

প্রস্তুতি: মিশন শুরুর আগে প্রস্তুতিটা মোটেও ভাল হয়নি পাকিস্তানের। প্রথম গা গরমের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ধরাশায়ী হয়েছে তারা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠেও নামতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি পণ্ড করে দেয় বৃষ্টি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছে সরফরাজের দল। একটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে।

২০১৯ বিশ্বকাপে পাকিস্তান: ০৩ জুন, নটিংহ্যামে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১২তম বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। রাউন্ড রবিনের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, ২৯ জুন। তার আগে বাংলাদেশের মুখোমুখি হবে ৫ জুলাই, লর্ডসে।
ইংল্যান্ডে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের ৯২ ফিরিয়ে আনার মিশন 1
স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলী, বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন আফ্রিদি, শোয়েব মালিক, ওহাব রিয়াজ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!