ইংল্যান্ডের বিদায়

ইংল্যান্ডের বিদায় 1ক্রীড়া ডেস্ক : পেসারদের দারুণ বোলিংয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ২১১ রানে অলআউট করেছে পাকিস্তান। ফাইনালের টিকিট পেতে পাকিস্তানকে করতে হবে ২১২ রান।

চ্যাম্পিয়নস ট্রফিতে এই প্রথমবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-পাকিস্তান। কার্ডিফে আজ টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। পিঠের চোটে আজ খেলছেন না পাকিস্তানের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির। তার জায়গায় অভিষেক হয়েছে রুম্মান রইসের।

সেই রইসের হাত ধরেই আসে পাকিস্তানের প্রথম সফলতা। ষষ্ঠ ওভারে অ্যালেক্স হেলসকে (১৩) বাবর আজমের ক্যাচ বানিয়ে ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ২৫ বছর বয়সি বাঁহাতি পেসার।

জেসন রয়ের জায়গায় দলে ফেরা জনি বেয়ারস্টো অবশ্য ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছেন। দ্বিতীয় উইকেটে জো রুটকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে ফেলেছিলেন তিনি। তবে প্রথমবার আক্রমণে এসেই বেয়ারস্টোকে (৪৩) ফিরিয়ে এ জুটি ভাঙেন হাসান আলী।

তৃতীয় উইকেটে রুট ও অধিনায়ক মরগান গড়েছিলেন ৪৮ রানের জুটি। এরপরই ১৪ রানের মধ্যে দুজনকেই সাজঘরে ফেরায় পাকিস্তান। ফাহিম আশরাফের জায়গায় দলে আসা স্পিনার শাদাব খানের বলে সরফরাজকে ক্যাচ দেন রুট (৪৬)। হাসানের বলে মরগানও (৩৩) সরফরাজের গ্লাভসবন্দি হয়ে ফেরেন।

২ উইকেটে ১২৮ থেকে ইংল্যান্ডের স্কোর তখন ৪ উইকেটে ১৪১! স্কোরবোর্ডে আর ৭ রান যোগ হতে আউট জস বাটলারও (৪)। মঈন আলী ও আদিল রশিদও বেশিক্ষণ টেকেননি। বাটলারের পর মঈনকেও ফিরিয়েছেন জুনাইদ খান। রানআউটে কাটা পড়েছেন রশিদ।

নবম উইকেটে লিয়াম প্ল্যাঙ্কেটের সঙ্গে বেন স্টোকসের ২০ রানের জুটিতে দুইশ পেরোয় ইংল্যান্ডের। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৪ বলে ৩৪ রান করেন স্টোকস। ১৪ বলের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই ২১১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হাসান। জুনাইদ ও রইস নেন ২টি করে উইকেট। একটি উইকেট শাদাবের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!