আয়কর মেলার ষষ্ঠ দিনে আদায় ১০৩ কোটি টাকা

নগরের জিইসি কনভেনশন সেন্টারে মেলার ষষ্ঠ দিন মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামে আদায় হয়েছে ১০৩ কোটি ৬ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকা। সেই সাথে সেবা গ্রহণ করেছেন ৪৪ হাজার ৫৪০জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ৭৯৪টি। মেলায় প্রাপ্ত রিটার্ন ছিল ১০ হাজার ৫৭২টি।

অতিরিক্ত কর কমিশনার (আপিল) মো. মাহমুদুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মেলায় রিটার্ন দাখিল করতে আসা করদাতাদের পাশাপাশি অনেক তরুণ উদ্যোক্তা, চাকরিজীবী, ব্যবসায়ীকে মেলায় ই-টিআইএন সংগ্রহ করতে দেখা গেছে। মেলার পঞ্চম দিনেও উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেলেও সেবা পাওয়ার ক্ষেত্রে হিমসিম খেতে হয়েছে আগত দর্শনার্থীদের।

মেলায় চট্টগ্রামের কর অঞ্চল ১-৪ এবং কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারছেন।
এদিকে মেলার মোট ৬ দিনে ৪৯৬ কোটি ৫৩ লাখ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!