আড়াই বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার মিরসরাইয়ে

মিরসরাইয়ের করেরহাটে প্রকাশ্যে পিটিয়ে হত্যার মামলায় এক আসামিকে আড়াই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে বারইয়াহাট পৌরসভার ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায় ২০১৯ সালের জুলাইয়ে মির হোসেন প্রকাশ মিরুকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোবারক হোসেনকে (২৫) গ্রেপ্তার করলো জোরারগঞ্জ থানা পুলিশ। মোবারক হিঙ্গুলী ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামের কেরানি বাড়ির মোহাম্মদ হোসেনের পুত্র।

জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক বলেন, মিরু হত্যা মামলার আসামি মোবারককে দীর্ঘদিন যাবৎ আটকের চেষ্টা চলছিলো।

শনিবার সন্ধ্যায় বারইয়াহাট পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হই। রোববার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

হত্যার ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!