আহমদ ছফার জন্মদিনে নানা আয়োজন চন্দনাইশে

কবি ও সাহিত্যিক আহমদ ছফার জন্মদিন পালন করেছে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ।

বৃহস্পতিবার (৩০ জুন) আহমদ ছফার ৮০তম জন্মদিন উপলক্ষে পরিষদের উদ্যোগে স্মারক আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ-বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ক্রীড়া সংগঠক মো. আরিফুল ইসলাম সুমন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মাজহার হেলাল, কবি ও প্রাবন্ধিক মিজান ফারাবী, শিক্ষক মুহাম্মদ মতিন, শিক্ষক মিতা বড়ুয়া, আবদুল্লাহ আল হারুন, বিজন চক্রবর্তী, পলাশ কান্তি দাশ, চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি বিনয়মিত্র ভিক্ষু, মো. আমিন উল্লাহ টিপু, মো. তৌফিক আলম চৌধুরী, ফারুকুল ইসলাম হৃদয়, জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা মো. জাহেদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যাঙ্গনে আহমদ ছফা প্রতিভাগুণে আসন দখল করেছেন। নতুন প্রজন্মকে আহমদ ছফার বই পড়তে হবে। তিনি আজীবন বাংলা ভাষা ও সাহিত্যের সাধনা করে গেছেন।

আহমদ ছফার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (প্রবন্ধ), বাঙালি মুসলমানের মন (প্রবন্ধ), ওঙ্কার (উপন্যাস), অলাতচক্র (উপন্যাস), নিহত নক্ষত্র (গল্প), ফাউস্ট (অনুবাদ কাব্যনাট্য), লেনিন ঘুমোবে এবার (কাব্য)। তাঁর মৃত্যুর পর সকল রচনা নিয়ে নয়খণ্ডের রচনাবলী প্রকাশিত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!