আশ্বাসে স্থগিত চট্টগ্রামে রেল শ্রমিকদের কর্মসূচি

৩১ জানুয়ারির মধ্যে সমস্যা সমাধানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ শ্রমিক কর্মচারী পরিষদ। বেতন, মাইলেজ সুরাহা করার দাবিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে এ কর্মসূচির ডাক দেয়া হয়।

পাহাড়তলী লোকোশেড বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কার্যালয়ে বৃহষ্পতিবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে শ্রমিকরা দাবি আদায় না হলে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়।

পরে কর্তৃপক্ষের আশ্বাসে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়।

রেলওয়ে শ্রমিক নেতা সাঈদ খোকন সমস্যা সমাধানের শর্তে আন্দোলন স্থগিত করার বিষয় নিশ্চিত করেন।

বিভাগীয় তত্বাবধায়ক( পূূর্ব) তারেক মোহাম্মদ সামস তুষারের আশ্বাসে কর্মচারীরা তাদের ধর্মঘট স্থগিত করা হয় বলে জানান তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাইলেজ প্রদান ও বেতন ভাতাসহ নানা দাবিতে আন্দোলন করছে রেল শ্রমিক রানিং স্টাফরা। অবশেষে দাবি আদায় করতে বিকেল ৪টা থেকে পাহাড়তলী লোকোসেড থেকে লোকমোটিভ বন্ধের ঘোষণা দেন তারা।

জেএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!