আল্লামা শফীর মৃত্যুতে মোশাররফ-নওফেলের শোক

হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তাঁরা এ শোক জানিয়েছেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের পাঠানো যৌথ বিবৃতিতে বলেন, আল্লামা শাহ আহমদ শফী হেফাজত ইসলাম বাংলাদেশের আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং দারুল উলুম মঈনুল ইসলামের মুহতামিম ছিলেন। এই প্রবীণ আলেমের মৃত্যুতে শুধু মুসলিম উম্মাহরই নয়, পুরো দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনও পূরণ হবার নয়। তারা তাঁর শোকশন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে গণমাধ্যম পাঠানো শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আল্লামা শাহ আহমদ শফি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।’

শিক্ষা উপমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!