আলোর প্রতীক এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

কর্ণফুলী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রতীক আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় শিকলবাহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি নারী ছাত্রী রয়েছে।

সংগঠনের আহবায়ক সেলিম উদ্দিন সানীর সভাপতিত্বে ও সদস্য আবদুল্লাহ আল মামুনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চক্রবর্তী, ইউপি প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, মহিউদ্দিন বকুল, কর্ণফুলী প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাদেকী, মহিলা মেম্বার রেহানা আক্তার আখি, জামাল আহমেদ সওদাগর, হাজী আব্দুল বারেক, বেস্ট লাইফ ইন্সুরেন্স এর ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, চরলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার এম এ হাশেম, এ কে এম মির্জা আব্বাস আলী খান, কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ হানিফ, শিকলবাহা সমাজ কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমতিয়াজ উদ্দিন, মীর আহমদ সওদাগর, নিরাপদ সড়ক চাই কর্ণফুলী উপজেলার যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার আবু সাদাত মোহাম্মদ সায়েম ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!