আরও দুই করোনা পজিটিভ চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার-গোলপাহাড়ে

চট্টগ্রামে আরও দুজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায়।

শুক্রবার (১০ এপ্রিল) শনাক্ত হওয়া এই দুই রোগীই পুরুষ। এদের একজন নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা ও অপরজন আকবরশাহ থানাধীন ইস্পাহানী গোলপাহাড় এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৯৯টি। এর মধ্যে ২৬টি ছিল বৃহস্পতিবারের অসম্পন্ন পরীক্ষা। আর ৭৩টি পরীক্ষা শুক্রবারের।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন, শতাধিক নমুনা পরীক্ষা করে দুজন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এদের একজনের বয়স ৩৫, অপরজনের বয়স ৫০। দুজনই পেশায় ব্যবসায়ী।

সবমিলিয়ে ১০ এপ্রিল পর্যন্ত চটগ্রামে ৫১৪টি নমুনা পরীক্ষা করে মোট ৭ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন বিআইটিআইডির ল্যাবে। এর আগে ৮ এপ্রিল ৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছিল। যাদের একজন হালিশহর, একজন সাগরিকা ও অন্যজন সীতাকুণ্ড পৌরসভার বাসিন্দা। তারও আগে দামপাড়ায় দুজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছিল। আক্রান্ত রোগীদের ৫ জন আগে থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেলেও আজ শনাক্ত হওয়া দুই জনের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এআরটি/আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!