আম্মানে অস্বাস্থ্যকর পরিবেশ, আরাফাতে মেয়াদোত্তীর্ণ দই

তিন প্রতিষ্ঠানকে তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে নগরীর পাহাড়তলীতে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট কায়সার খসরু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি ও ফাস্টফুড তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় অলংকার মোড়ে আম্মান ফুডকে তিন লাখ টাকা, পাহাড়তলীতে দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আরাফাত ফুডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পাহাড়তলী বাজারে অননুমোদিত টেস্টিং সল্ট ও ঘি বিক্রির অপরাধে একটি মুদি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!