আমি নির্দোষ কে দোষী তা তদন্তে প্রমাণ হবে: বাবুল আক্তার

আমি নির্দোষ কে দোষী তা তদন্তে প্রমাণ হবে: বাবুল আক্তার 1বিশেষ প্রতিনিধি : মিতু হত্যায় জড়িত থাকা নিয়ে শ্বশুরের অভিযোগ অস্বীকার করে বাবুল আক্তার নিজেকে নির্দোষ বলে দাবী করেছেন । মঙ্গলবার (১১ জুলাই) রাতে মামলা তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামানের সঙ্গে কথা বলতে এসে তিনি সংবাদিকদের একথা বলেন।
বাবুল আক্তার বলেন, মামলার খোঁজ খবর নিতে এসেছি। তদন্ত কর্মকর্তা যা জানতে চেয়েছেন তা জানিয়েছি।
‘কে দোষী তা তদন্তে প্রমাণ হবে। তবে আমি নির্দোষ।

এরআগে মঙ্গলবার বিকেল পৌনে চারটায় কালো রঙের একটি গাড়িতে চড়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন তিনি। এরপর কক্ষে প্রবেশ করেন। রাত ৮টা ৭ মিনিটে তদন্ত কর্মকর্তার কক্ষ থেকে বের হন বাবুল আক্তার।

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তিনি (বাবুল আক্তার) মামলার বাদী। তাই কিছু কথা বলার জন্য ডাকা হয়েছে। তিনি কিছু তথ্য দিয়েছেন।

এর আগে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!