আমিরাতে ১৭শ কর্মহীন প্রবাসীর হাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ঈদ উপহার

করোনাকান্ডে কর্মহীন হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী মানবেতর জীবনযাপন করছে এবারের ঈদে। এসব প্রবাসীর পাশে দাঁড়ালো বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখা।

এ সংগঠনের নেতারা সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৭০০ কর্মহীন বাঙ্গালী প্রবাসীকে খাদ্যসামগ্রী ঈদ উপহার দিয়েছে। রোববার (২৪ এপ্রিল) এসব উপহার সামগ্রী তাদের হাতে তুলে সংগঠনটির নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম মহিউদ্দিন বেলাল রনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনার থাবায় অনেক বাঙালি প্রবাসী ৩ থেকে ৪ মাস ধরে কর্মহীন হয়ে পড়েছে। আর্থিক অভাবের কারণে তারা এখন অসহায়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সদস্যরা এবারের ঈদে পরিবার-পরিজনদের ঈদ উপহার না দিয়ে এসব কর্মহীন বাঙ্গালী প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে।’
আমিরাতে ১৭শ কর্মহীন প্রবাসীর হাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ঈদ উপহার 1
এছাড়া সংগঠনের সদস্যরা অসহায় ২০০ প্রবাসীর ঘরে ঘরে ঈদ উপহারও পৌঁছে দেয়।

এসব উপহার তুলে দেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এম এ মুসা, সাধারণ সম্পাদক জয়নুল হক, সাবেক সভাপতি সি এম আবদুল্লাহ, যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম মহিউদ্দিন বেলাল রনি।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফারুক, মোহাম্মদ জমির, রাক আঞ্চলিক শাখার সভাপতি মনসুর আলম, যুগ্ম সম্পাদক মো. রুমান, দুবাই আঞ্চলিক শাখার সভাপতি সাইফুদ্দিন, সহ সভাপতি শান্ত ভূইয়া, রামস আঞ্চলিক শাখার সভাপতি আকতার, আল কোসাইদাত শাখার সাধারণ সম্পাদক রুবেল।

এমবিআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!