আমিন জুট মিলে মজুরি নিয়ে গড়িমসি, শ্রমিকদের বিক্ষোভ

সরকারি সাধারণ ছুটিতে বদলি শ্রমিকদের মজুরির দাবিতে বিক্ষোভ করেছে আমিন জুট মিলের শ্রমিকরা।

সোমবার (১৮ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকার শহিদ মিনার গেইটে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় শ্রমিকরা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার প্রদর্শন করেন।

শ্রমিকরা জানান, সরকারি সাধারণ ছুটিতে বদলি (অস্থায়ী) শ্রমিকদের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। এ ধরণের প্রায় সাড়ে তিনশ’ শ্রমিক রয়েছে। তারা বেতনসহ সুযোগ সুবিধা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। ফলে বদলি শ্রমিকদের সাথে একাত্মতা জানিয়ে কারখানার স্থায়ী শ্রমিকরাও বিক্ষোভ করেন।

আমিন জুট মিলের শ্রমিক আয়েশা আক্তার বলেন, করোনাভাইরাসের মহামারিতে আমরা না পাচ্ছি ত্রাণ, না পাচ্ছি বেতন ভাতা। পরিবার নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করছি। বাসা ভাড়া দিতে পারি নাই।

ইলিয়াস হোসেন নামে আরেক শ্রমিক বলেন, এ মুহূর্তে আমাদের মরণ ছাড়া উপায় নেই। আমরা কোথায় যাবো, কি খাবো ভেবে দিশেহারা। আমাদের নায্য বেতন ভাতা নিয়ে বিমাতাসুলভ আচরণ করছে কোম্পানি।

শ্রমিকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন আমিন জুট মিলের সিবিএ ও নন সিবিএ শ্রমিক নেতারা।

দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে সিবিএর সভাপতি আরিফুর রহমান বলেন, শ্রমিকদের দাবি কর্তৃপক্ষকে মানতে হবে। দূর্যোগের এ সময়ে বেতন ভাতা অবশ্যই দিতে হবে।

আমিন জুট মিল শ্রমিক ইউনিয়নের নেতা কামাল উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নিয়মানুযায়ী সরকারি সাধারণ ছুটিতে শ্রমিকরা বেতন পাওয়ার কথা। কারণ সরকারের অন্যান্য সব ছুটি তারা ভোগ করতে পারে। এখন সাধারণ ছুটি কেন ভোগ করতে পারবে না। এ সাধারণ ছুটিতে সব সুযোগ সুবিধা বদলি শ্রমিকদেরও পেতে হবে।

এ ব্যাপারে আমিন জুটমিল ব্যবস্থাপক কামরুল ইসলামের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে খোরশেদ আলম নামে একজন ফোন রিসিভ করে বলেন, স্যার অফিসে নেই। আন্দোলনের বিষয়ে আমরা কিছু জানি না।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!