আমিন জুট মিলের শ্রমিকদের সড়ক অবরোধ, টায়ারে আগুন

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমিন জুট মিলের শ্রমিকেরা। গত চার মাস ধরে দফায় দফায় রাজপথে আন্দোলন চালিয়ে আসলেও কর্তৃপক্ষ সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে শ্রমিকদের অভিযোগ।

বৃহস্পতিবার (১৬ মে) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ থেকে আতুরার ডিপো পর্যন্ত সড়ক অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। অবরোধের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবরোধের ফলে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।

আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গত ১১ সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। কর্তৃপক্ষ গত ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা কোন বেতন পাইনি। রমজান মাসে শ্রমিকেরা চরম মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছে। তাদের ঘরে খাবার নেই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দেশের ২৬টি পাট কলে কর্মবিরতি পালন করছি। বকেয়া বেতন পরিশোধ ও ২০১৫ সালের মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে।’

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, বকেয়া বেতনের দাবিতে আমিন জুট মিলের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদেরকে বলেছি এভাবে সড়ক অবরোধ করা যাবে না। পরে সন্ধ্যার দিকে তারা চলে যান।’

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!