আমাদের গতির নিম্নগামিতা

সাকিবের সেঞ্চুরিটা ছাড়া প্রাপ্তির খাতায় শূন্যই থাকলো ইংল্যান্ড ম্যাচে। ইংল্যান্ডের ব্যাটিং ‘প্রাকটিস’ এর দিনে আমরা পুরো ৫০ ওভারও খেলতে পারিনি।

একাদশ পরিবির্তনের ‘পাপ’ কাজটা কেউ করতে চাচ্ছে না। ফিল্ডিং সাজানো ও বোলিং ব্যবহারে কোন মুনশিয়ানা নেই; শরীরী ভাষাও কোন কথা বলেনি। নামলাম এবং খেললাম, সেই প্রাচীন যুগের অবসান অনেক আগে ঘটেছে। যুদ্ধ জয়ে উপযুক্ত সৈনিক ও অস্ত্র প্রয়োজন। আপনি তীরন্দাজ বাহিনী দিয়ে কামান বহরকে হারাতে পারেন না।

আমরা জিতলাম, প্রতিদ্বন্দ্বিতা করলাম এবং হারলাম। গ্রাফের এই নিম্নগামিতা আমাদের জন্য অশনিসংকেত।

এবার বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট দল অস্ট্রেলিয়া-ভারতের হাই ভোল্টেজ ম্যাচ আজ। লন্ডনের ‘দ্যা ওভাল’ ময়দানে দিনের একমাত্র খেলায় ষষ্ঠ শিরোপা প্রত্যাশী অস্ট্রেলিয়া লড়বে তৃতীয় শিরোপার দাবিদার ভারতের।

আজকের অস্ট্রেলিয়া-ভারত ম্যাচটি উপমহাদেশে অনুষ্ঠিত হলে ভারতকে ফেভারিটের আসনে বসানো যেত; ইংল্যান্ড কন্ডিশনে অস্ট্রেলিয়াকে একটু হলেও এগিয়ে রাখা যায়। বোলিং এর পেস বিভাগে দুদলের শক্তি সমান হলেও স্পিনে কুলদীপ-চাহাল সাফল্য এনে দিতে না পারলে ভারত পিছিয়ে পড়বে।

আজ আমরা তিনশো প্লাস স্কোরের ম্যাচই দেখবো। কোহেলি, রোহিত, শিখরদের ছেয়ে ফিঞ্চ-ওয়ার্নার-স্মিথদের উইলো শানযুক্ত মনে হচ্ছে এই বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লেজের বাড়ি উইন্ডিজ ম্যাচে যা দেখছি, সেই তুলনায় ভারতের টেইল অর্ডার শক্তিশালী নয়। সবকিছুই সম্ভব ক্রিকেট খেলায় আজ অস্ট্রেলিয়ার বাজির দর কিঞ্চিৎ বাড়তি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!