আমদানি নিষিদ্ধ ৫০টি মাল্টিফাংশনাল ফটোকপিয়ার জব্দ

আমদানি নিষিদ্ধ পুরাতন ফটোকপিয়ার মেশিন জব্দ করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা।

কাস্টমসের এআইআর শাখার উপ কমিশনার নুর উদ্দিন মিলন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এআইআর শাখা বি/ই নং-সি-১৮৯০৯৬০ চালানটি লক করে।

গত ১০ ডিসেম্বর চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ঘোষিত ব্র্যান্ড নিউ মাল্টিফাংশনাল প্রিন্টারের পরিবর্তে ৫০টি মাল্টিফাংশনাল ফটোকপিয়ার পাওয়া যায়।

আমদানিকৃত পণ্য আমদানি নীতি আদেশ ২০১৫-১৮-এর পরিশিষ্ট -১ (খ অংশ) অনুযায়ী এই ধরনের ফটোকপিয়ার মেশিন আমদানি নিষিদ্ধ।

চালানটি এনেছে ঢাকার কমলাপুরের মেসার্স অ্যাকসেস ট্রোডার্স নামে একটি প্রতিষ্ঠান।

বন্দরে আসা চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান রিদিতা এন্টারপ্রাইজ।

উপ কমিশনার নুর উদ্দিন মিলন বলেন, নিষিদ্ধ পণ্য আমদানি করায় আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!