‘আব্বু ফাঁসি খাইছে, চাচ্চু আসো’

‘জুমার নামাজের পর ভাতিজা মামুন ফোন করে বলে, আব্বু ফাঁসি খাইছে। চাচ্চু আসো। ফোন রেখেই গিয়ে দেখি আমার ভাই ফাঁসিতে ঝুলছে।’ কথাগুলো বলছিলেন মুনির। গলায় ফাঁস খেয়ে মৃত জসীম (৫২) এর ভাই।

শুক্রবার (২১ মে) দুপুরে জুমার নামাজের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে চা দোকানদার জসীম। চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসী দিঘীর পাড় মোহাম্মদের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে। মৃত জসীম পটুয়াখালী জেলার ভাওয়াল থানার রাম দাশপাড়া গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে।

জসীমের ভাই মনির বলেন, আমরা ৪ ভাই। জসীম বিবাহিত। তার দুই মেয়ে ১ ছেলে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। দীর্ঘদিন ধরে জসীম মাদক সেবন করত। ফ্রীপোর্টে চায়ের দোকান ছিল। ডাক্তার দেখিয়েও লাভ হয়নি। অতিরিক্ত মাদক সেবনের জন্য মানসিকভাবে বিপর্যস্ত থাকত। কিছুদিন আগে ইঁদুর মারার ওষুধ খেয়েছিল। আজ (শুক্রবার) দুপুরে আমার ভাতিজার ফোন পেয়ে বাসায় গিয়ে দেখি আমার ভাই আত্মহত্যা করেছে। পরে হাসপাতালে নিয়ে আসি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপুলিশ পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, জসীম নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

আইএমই/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!