আবুল খায়ের স্টিল মিলে লরির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিল এলাকায় শ্রমিক লরির ধাক্কায় নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. ইয়াছিন (১৮)।

শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার শীতলপুরের আবুল খায়ের স্টিল মিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (১৮) সীতাকুণ্ড ইউনিয়নের সোনাইছড়ির মো. বাবুলের ছেলে।

সীতাকুণ্ড থানার এসআই রবি চরণ বলেন, ‘ইয়াছিন নামের এক শ্রমিক লরি ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।’

এসআই রবি চরণ আরও বলেন, ‘ঠিকাদার আলাউদ্দিনের অধীনে শ্রমিক ছিল নিহত ইয়াছিন।আলাউদ্দিন আবুল খায়ের স্টিল মিলের ঠিকাদার। দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে তার পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে গ্রহন করতে চাইছে। তার পরিবার বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা পাঁচলাইশ থানায় রিপোর্ট দিয়েছি। বিনা ময়নাতদন্তের বিষয়টি পাঁচলাইশ থানা দেখছেন। নিহতের পরিবার যেখানে যাচ্ছেন।’

এই বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইঁয়া বলেন, ‘যেহেতু নিহতের ঘটনা সীতাকুণ্ড থানার অধীনে হয়েছে আমাদের কাছে কোন রিপোর্ট আসলে সেটা সীতাকুণ্ড থানায় পাঠিয়ে দেয়া হবে। বিনা ময়নাতদন্তের অনুমতি দিবে কিনা সেটা সম্পূর্ণ সীতাকুণ্ড থানার অধীনে। আমাদেরকে সীতাকুণ্ড থানা যে রিপোর্ট দিবে সেটাই, এখানে আমাদের কোন করণীয় নাই।’

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!