আবুধাবীতে কর্মহীন প্রবাসীদের জন্য প্রজন্ম বঙ্গবন্ধুর খাদ্যসামগ্রী হস্তান্তর

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আবুধাবীতে করোনায় কর্মহীন প্রবাসীদের মাঝে বিতরণের জন্য আবুধবীস্থ বাংলাদেশ সমিতিকে খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে।

বুধবার (১৩ মে) বিকেলে আবুধাবীতে বাংলাদেশ দূতাবাস সংলগ্ন বাংলাদেশ সমিতির কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনকে হস্তান্তর করেন প্রজন্ম বঙ্গবন্ধু আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম।

এ সময় সমিতির সহ সভাপতি শওকত আকবর, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নাসির তালুকদার, যুগ্ন সম্পাদক প্রকৌশলী আশীষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, অফিস সেক্রেটারি মোহাম্মদ নাসিরসহ প্রজন্ম বঙ্গবন্ধুর মোহাস্মদ এরশাদুল ইসলাম, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ, ফরহাদ বিন মুরাদ, মোহাম্সদ নাসির উদ্দিন, মোহাম্মদ আসগর, আবদুল মালেক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম রফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সমিতিকে কর্মহীন প্রবাসীদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করে একটি দৃষ্টান্ত স্হাপন করলেন। এভাবে যদি আমিরাতের অন্যান্য সংগঠনগুলো এগিয়ে আসে তাহলে অভাবীদের মাঝে সমবন্টন নিশ্চিত হবে। প্রতিটি কর্মহীন অভাবী দেশীয় প্রবাসী খাদ্য সহায়তা পাবেন।

এ সময়, প্রজন্ম বঙ্গবন্ধু আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম রফিকুল ইসলাম বলেন, বৈশ্বিক করোনা মহামারীতে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের দ্বিতীয় ধাপে সমবন্টন নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সমিতিকে এ খাদ্য সামগ্রীগুলো দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি তার সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সকলের সহযোগিতা নিয়ে এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!