আবুধাবিতে চট্টগ্রামের যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ হন একদিন আগে

নিখোঁজ হওয়ার এক দিন পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চট্টগ্রামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুলাই) উদ্ধারকৃত ওই মৃতদেহটি বাংলাদেশি যুবক মোহাম্মদ জিয়া উদ্দীন জিকুর (৩৩) বলে শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের অলি মোহাম্মদ বাড়ির মৃত মোহাম্মদ শুক্কুর এর একমাত্র ছেলে।

নিহত জিয়ার প্রতিবেশী নুরুল আবছার বলেন, ‘সোমবার রাত থেকে জিকু তার আবুধাবির ইলেক্ট্রা স্ট্রিটের বাসা থেকে নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার স্থানীয় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে আবুধাবির কেন্দ্রীয় শবাগারে রেখেছে।’

আবুধাবির শবাগার সূত্র জানিয়েছে, ‘তাদের রেকর্ডে মৃত্যুটি একটি আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।’

এ ব্যাপারে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আবদুল আলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তিনি জিকুর মৃতদেহ উদ্ধারের খবর শুনে এ ঘটনার পেছনের কারণ জানতে ইতোমধ্যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথাবার্তা শুরু করেছেন।’

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নিহত জিকু ছিলো দুই কন্যা সন্তানের জনক। ছোট এক বছরের বাচ্চাটিকে তার এখনো দেখা হয়নি। যাওয়া-আসা মিলে আনুমানিক ১০ বছর প্রবাস জীবনে তিনি চাকরি পরবর্তী ব্যবসা করতেন। গত দেড় বছর আগে সর্বশেষ দেশ হতে ঘুরে যান। পুলিশ নিহতের মোবাইল কল তালিকা থেকে তার এক বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে লাশ শনাক্ত করে।’

মঙ্গলবার (১৩ জুলাই) মধ্যরাতে জিকুর পরিবার তার মৃত্যুর সংবাদটি পায়। কেন, কী কারণে, কারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ব্যাপার সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি তার পরিবার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!