আবার হাতির মৃত্যু লামায়, শুঁড়ে ছিল আঘাতের চিহ্ন

বান্দরবানের লামায় আরেকটি হাতির বাচ্চার মৃত্যু হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা এলাকায় শনিবার (১৬ নভেম্বর) সকালে ধানক্ষেতে এই বন্য হাতির বাচ্চাটিকে মরে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। খবর দেওয়া হলে দুপুরে লামা বন বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে হাতির বাচ্চাটিকে নিয়ে যায়।

লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম কায়সার জানান, মৃত হাতির বাচ্চাটির বয়স আনুমানিক তিন বছর হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সুরতহাল প্রতিবেদন ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় লামা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার বলেন, বনবিভাগের প্রতিনিধিদল সহ আমি ঘটনাস্থলে যাই। মৃত বাচ্চাটির সুরতহাল প্রতিবেদন ও ভিসেরা সংগ্রহ করেছি। সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হবে। হাতির বাচ্চাটির শুঁড়ে আঘাতের চিহ্ন ছিল।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় পাহাড়ি লেকের কাদা পানিতে ডুবে একটি বন্যহাতির বাচ্চার মৃত্যু হয়।

সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!