আবার বিস্ফোরণ জিপিএইচ কারখানায়, তিন শ্রমিক পুড়ে গেল গলানো লোহায়

আবার বিস্ফোরণের ঘটনা ঘটলো চট্টগ্রামের জিপিএইচ ইস্পাত কারখানায়। মাত্র এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয় দফায় ফার্নেস বিস্ফোরণের ঘটনা। এতে ছয়জন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সীতাকুণ্ডের কুমিরা-বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ কারখানায় ফার্নেস বিস্ফোরণের এই ঘটনায় অন্তত ছয়জন শ্রমিকের শরীর পুড়ে গেছে। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার হাফেজ জাকির হোসেনের পুত্র মফিজুর রহমান (২৮), বাগেরহাট জেলার রামপাল থানার গাবোনিসা এলাকার ছালাম শেখের পুত্র আবু সাঈদ (৩৭) এবং সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া মুহুরীপাড়া এলাকার রবীন্দ্র দাশের পুত্র শিমুল দাশ (২৯)।

জানা গেছে, জিপিএইচ ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ বিকল শব্দে কারখানার ফার্নেস বিস্ফোরিত হয়। এতে কারখানায় কর্মরত ৬ শ্রমিক অগ্নিদগ্ধ হন। পরে অন্যরা এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের অবস্থা ভালোর দিকে থাকায় চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

অন্যদিকে গলানো উত্তপ্ত লোহার লাভায় তিন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন। বর্তমানে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, দগ্ধ শ্রমিকদের মধ্যে শিমুল দাশের শরীরের ৩১ শতাংশই ঝলসে গেছে। অন্যদিকে আবু সাইদের শরীর ২৪ শতাংশ এবং মফিজুর রহমানের শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর জিপিএইচ ইস্পাত কারখানায় অপর এক দুর্ঘটনায় এক ভারতীয় শ্রমিকসহ সাতজন দগ্ধ হন। তাদের প্রত্যেকেরই শরীর ৩০ থেকে ৪০ ভাগ অংশ পুড়ে যায়। প্রথমে তাদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!