আবার বিমান চলবে শুক্রবার থেকে, শনিবার থেকে ঢাকা-চট্টগ্রামে চলবে তিন ফ্লাইট

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের ওপর সরকার বিধি-নিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও যশোরে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।

এছাড়া শনিবার (৭ আগস্ট) থেকে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, সিলেটে ২টি, কক্সবাজারে ২টি, বরিশালে ২টি, যশোরে ২টি ও রাজশাহীতে ১টি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

যাত্রীরা বিমানের যে কোন সেলস্ অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপ থেকে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা এএমইএক্স কার্ড মাধ্যমে বিমানের সকল রুটের টিকেট কিনতে পারবেন।

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!