আবারও ইংল্যান্ডকে হারালো জুনিয়র টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে জয়ে শুরু হয়েছিল লড়াই। এরপরই অবশ্য ভারতের কাছে হার দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সেই ধাক্কা সামলে আবারও চেনা পথে জুনিয়র টাইগাররা। শুরুতে মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিং। এরপর কথা বলল মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাট। তার পথ ধরে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ফের হারিয়েছে সফরকারীরা।

রোববার যুব ত্রিদেশীয় সিরিজে ৭ উইকেটে জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। সামনে ছিল ২৪৩ রানের লক্ষ্য। তবুও ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে দল।

গ্লুস্টারশায়ারে নিজেদের চতুর্থ ম্যাচে টস জেতে বাংলাদেশই। তারা প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড দলকে। ২ উইকেটে ১৫১ রান তোলা দলটাকেই শেষ পর্যন্ত চেপে ধরে সফরকারী দলের বোলাররা। ইংল্যান্ড আটকে যায় ২৪২ রানে। বেন চার্লসওয়ার্থ করেন ৬৮ রান।

মৃত্যুঞ্জয় নেন ৫২ রানে ৪ উইকেট।

জবাবে নেমে শুরুতেই ফেরেন তানজিদ হাসান। হতাশ করেন পারভেজ হোসেনও। এরপরই পথ দেখালেন মাহমুদুল ও তৌহিদ হৃদয়। তারা গড়েন ১৩৬ রানের জুটি। মাহমুদুল ৮১ রানে ফেরেন সাজঘরে।

হৃদয় ৭৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবেই ফেরেন। মঙ্গলবার এসেক্সে ফের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৪২/৯ (চার্লসওয়ার্থ ৬৮, ক্লার্ক ৬, হেইন্স ৩৫, গোল্ডসওয়ার্থি ৩৬, হিল ৩০, বিন ৩৬, কিম্বার ১১, কালেন ১, কাদরি ১*, টেইলর ২*; তানজিম ২/৪২, মৃত্যুঞ্জয় ৪/৫২, রাকিবুল ১/৩২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ২৪৫/৩ (তানজিদ ২০, পারভেজ ৩২, মাহমুদুল ৮১, হৃদয় ৭৫*, শাহাদাত ১০*; কালেন ১/৩১, কাদরি ১/৪২, গোল্ডসওয়ার্থি ১/২৭)
ফল: ৭ উইকেটে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!