আবর্জনার দুর্গন্ধে বাকলিয়া ডিসি রোডে পথ চলাই দায়

নালা সংস্কার কাজের কারণে বন্ধ হয়ে আছে চলাচলের রাস্তা। ফলে এলাকায় আসছে না সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। বর্জ্য অপসারণের বিকল্প কোন ব্যবস্থা না নেওয়ায় রাস্তার ওপর খোলা জায়গাতেই বাধ্য হয়ে ময়লা আবর্জনা ফেলছেন স্থানীয়রা। এর ফলে কার্যত ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোডে কালাম কলোনির চলাচলের রাস্তাটি। চলাচলের পথে স্তুপ করে রাখা এসব ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে পথচারীরা। নাক চেপে ধরে যাতায়াত করতে হচ্ছে তাদের।

শুক্রবার সরেজমিনে ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে ওই এলাকায়। এজন্য সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বশীল আর স্থানীয় কাউন্সিলরকেই দুষছেন স্থানীয়রা। দায় স্বীকার করে নিয়ে কাউন্সিলরও দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

মুরশেদ নামের স্থানীয় এক মুদি ব্যবসায়ী বলেন, ‘৮-১০ দিন ধরে পুরো রাস্তার ওপর ময়লাগুলো স্তুপ করে রাখা হয়েছে। ময়লা নিতে সিটি কর্পোরেশনের কোন লোক আসে না। একদিকে করোনা আতঙ্কে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। অন্যদিকে দুর্গন্ধে কোন ক্রেতাও দোকানে আসে না।’

এক পথচারী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা প্রতিদিন প্রায় সময় এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। কিন্তু অনেক দিন ধরে পুরো রাস্তার ওপর ময়লার জমিয়ে রাখা হয়েছে। সরিয়ে নিতে কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। এ রাস্তা ছাড়া সহজে আসা যাওয়া করার বিকল্প কোন রাস্তা নেই। আমাদের বাধ্য হয়ে এখান দিয়ে আসতে হয়।’

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে এ রাস্তার পাশে ড্রেন সংস্কার কাজ চলার কারণে সিটি কর্পোরেশনের লোক ময়লা নিতে আসছে না। যার কারণে সবাই ময়লা আবর্জনাগুলো রাস্তার ওপর রেখে চলে যাচ্ছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় কাউন্সিলরকে ফোন করে জানানো হলেও ৮-১০ দিনেও তিনি কোন ব্যবস্থা নেননি বলে
অভিযোগ তাদের।

এই বিষয়ে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সেনাবাহিনী নালা সংস্কারে কাজ করার কারণে ময়লার গাড়ি আসতে পারছে না। আমি অনেকবার চেষ্টা করেছি ময়লা সরিয়ে নিতে। কিন্তু গাড়ি আসতে না পারায় সম্ভব হয়নি। কথা দিচ্ছি আজকে রাতে বা সকালে মধ্যে ময়লা সরিয়ে নেবো।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!