আফ্রিকায় ডাকাতের গুলিতে খুন চট্টগ্রামের ছেলে

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে একের পর এক বাংলাদেশি খুনের শিকার হচ্ছেন। এবার ডাকাতের গুলিতে সেখানে নিহত হলেন চট্টগ্রামের বাসিন্দা এক ব্যবসায়ী।

গুলি করে খুন করা ওই ব্যবসায়ীর নাম জাহিদুল ইসলাম আরিফ। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির এলাকার বাসিন্দা। ভাগ্য পরিবর্তনের আশায় লকডাউনের অল্প কিছুদিন আগে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। আরিফের বড় ভাই সজিবও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে রেনফন্টেইনে বসবাস করেন।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে দেশটির পুমালাঙ্গা প্রদেশের অ্যারমেলো নামক এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, কৃষ্ণাঙ্গ ডাকাতদল সংঘবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় এয়ারমেলো এলাকায় জাহিদুল ইসলাম আরিফের গ্রোসারি দোকানে হানা দেয়। তারা দোকানের মূল্যবান জিনিসপত্র লুট করে চলে যাওয়ার সময় এক ডাকাতকে পেছন থেকে ধরে ফেলেন আরিফ। এতে ক্ষুব্ধ হয়ে ডাকাতদলের অন্য সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরিফ।

পুরে স্থানীয় পুলিশ এসে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যায়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!