আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২৮ জানুয়ারি

আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২৮ জানুয়ারি 1নিজস্ব প্রতিবেদক : নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে আগামী ২৮ জানুয়ারি (র্বোবার) বিকাল তিনটায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদের গ্রান্ড খতিব শেখ ড. ইক্বরমা সাইদ আবদুল্লাহ সবরী উপস্থিত থাকবেন।

এ ছাড়া মিশর, ইরান, সিরিয়া, আলজেরিয়া ও ভারত থেকে বিশ্বের সেরা কারিরা কোরআন তেলাওয়াত শুনাবেন।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জমিয়তুল ফালাহ মসজিদে এক প্রস্তুতি সভা আনজুমান ট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান মোহম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শাহাদাতে কারবালা মাহফিল এবং পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহম্মদ আলাউদ্দিন, মুসল্লি কমিটির চেয়ারম্যান সাবেক কমিশনার মো. বদিউল আলম।

শাহাদাতে কারবালা মাহফিলের জয়েন্ট সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সৈয়দ আবদুল লতিফ, খোরশেদুর রহমান, মাওলানা জাফর উল্লাহ, জাফর আহম্মদ সওদাগর, মোহাম্মদ দিলশাদ আহম্মদ, মওলানা সালামত উল্লাহ, মনসুর শিকদার, মাহাবুব আলম, খোরশেদ আলী চৌধুরী প্রমুখ।

বিশ্বের সেরা কারিদের তেলাওয়াতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সুফি মিজানুর রহমান।

তিনি বলেন, পবিত্র কুরআন তেলাওয়াতে শোনার বিরল এ সুযোগ সবসময় হয় না। কাজেই আমাদের উচিত সহকর্মীদের নিয়ে দলে দলে যোগদান করা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!