আন্তর্জাতিক কারাতেতে চট্টগ্রামের ৫ জনের পদক জয়

ভারতে অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রামের পাঁচজন প্রতিযোগী পদক জিতেছেন।

অল ইন্ডিয়া সেইশিনকাই সিতোরিও কারাতে-দো ফেডারেশন উদ্যোগে গত ৩০ ও ৩১ জুলাই ভারতের কলকাতায় অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশ নেয় চট্টগ্রামের নয়জন প্রতিযোগী। যার মধ্যে পাঁচজন প্রতিযোগী পদক অর্জন করে। একক কাতায় পুরুষ ১০ বছর ক্যাটেগরিতে স্বর্ণপদক অর্জন করে অরণ্য চৌধুরী, মহিলা ১৪-১৫ বছর ক্যাটাগরিতে কৃপা বিশ্বাস, মহিলা ১৮-ঊর্ধ্ব বয়সী ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করে ফারজানা আক্তার এবং ৮ বছর বয়সী ক্যাটাগরিতে তাম্রপদক অর্জন করে যিকরা বিনতে ইফতেখার।

এছাড়াও একক কুমিতেতে পুরুষ সিনিয়র ৭৫ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন মো. আজওয়াদ মালিক, পুরুষ ১০ বছর ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করে অরণ্য চৌধুরী, মহিলা ৬৫ কেজি ক্যাটেগরিতে তাম্রপদক অর্জন করেন ফারজানা আক্তার এবং মহিলা ৮ বছর ক্যাটাগরিতে তাম্রপদক অর্জন করে যিকরা বিনতে ইফতেখার।

প্রতিযোগিতায় চট্টগ্রাম থেকে বিচারকের দায়িত্ব পালন করেন শিহান রতন তালুকদার, সেন্সী মারিয়া চক্রবর্তী ও তীর্থ তালুকদার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!