আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত ৪

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তৈলারদ্বীপ সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বরুমচড়া ইউনিয়নের সিকদার বাড়ি এলাকার মৃত আবদুল হকের পুত্র অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল ছালাম (৬০) নিহত হন। গুরুতর আহত হয়েছেন চালক সাতকানিয়া উপজেলার ওছিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মো. আজিজুর রহমান, নিরাঞ্জন চক্রবর্ত্তীর পুত্র গুরুপদ চক্রবর্ত্তী (৫৫), বাঁশখালী বৈলগাঁও গ্রামের এনামুল হকের পুত্র রুহুল আমিন (৫০), দিল মোহাম্মদের পুত্র মোহাম্মদ শফিক (৪০)।

আহত যাত্রীরা জানায়, সিএনজি (অটোরিক্সা) করে বাঁশখালী যাওয়ার পথে তৈলারদ্বীপ সেতু এলাকায় চলন্তগাড়ির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম শহরগামী ট্রাক (ঢাকা মেট্রো ন ৭২২২) ও বাঁশখালীগামী নাম্বার বিহীন একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার যাত্রী ছালাম ঘটনাস্থলেই নিহত এবং অপর ৪ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুস ছালামকে মৃত ঘোষণা করে করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক।

আনোয়ারা ফায়ার সার্ভিসের টিম লিডার প্রহলাধ লাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!