আনোয়ারায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলায় চারজন আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরীর কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— নবী হোসেন (২৪), বিবেক (২২), মো. শাহজাহান (২৬) ও মো. আনোয়ার (২৭)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম লোকজন নিয়ে জনসংযোগ শুরু করেন। ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা শেষ করে তারা দুপুর ১২টার সময় ২ নং ওয়ার্ড এলাকার নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ীর পাশে গেলে হামলার শিকার হন। ওইসময় চারজন গুরুতর আহত হন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের লোকজনের উপরে হামলা চালানো হলে চারজন আহত হয়েছে। প্রতিদিনই প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।’

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী মাস্টার মোহাম্মদ ইদ্রিচের মোবাইলে কল দিলেও রিসিভ না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

তবে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, প্রচারণায় বাধা কিংবা হামলার ঘটনায় অভিযোগ পাইনি।

প্রসঙ্গত নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাস্টার মোহাম্মদ ইদ্রিচ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী (অটোরিকশা), আবুল হোসেন (আনারস) ও রেহেনা আকতার (ঘোড়া)। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাস্টার মোহাম্মদ ইদ্রিচ ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরীর মধ্যে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!