আনোয়ারায় সংরক্ষিত এলাকায় চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট

চট্টগ্রামের আনোয়ারায় রাঙ্গাদিয়া ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইএলএল) হাউজিং কলোনির একটি বিল্ডিংয়ে তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরের আসবাপত্র চুরি করেছে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সংরক্ষিত এলাকায় হাউজিং কলোনির এসএম দাউদুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

এসএম দাউদুর রহমান বলেন, ‌‘প্রতিদিনের মতো আমি অফিসে ও আমার স্ত্রী ছেলে-মেয়েকে স্কুল থেকে আনার জন্য বাইরে গিয়েছিল। এ সুযোগে বাসার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা নগদ ৪৫ হাজার টাকাসহ ঘরের স্বর্ণালংকার নিয়ে গেছে। এতে আনুমানিক সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের। ঘটনাটি প্রশাসনকে জানিয়েছি।’

ঘটনার বিষয়ে সিইএলএল নিরাপত্তা বিভাগের উপ-ব্যবস্থাপক শাহাবউদ্দিন আজাদ বলেন, চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্ বলেন, ‘কিছুদিন ধরে এলাকায় চুরির উপদ্রব ও বখাটাদের দৌরাত্ম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি নিজেই পরিদর্শনে গিয়ে যা শোনলাম তা রীতিমতো ভয়াবহ, এখনই থামাতে না পারলে শান্তি শৃঙ্খলা খারাপ হওয়ার দিকেই যাবে। চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ড বন্ধে পুরো এলাকায় সিসি ক্যামেরা বসানো ও চারদিকে তারকাটা দেওয়ার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অপরিচিত মানুষ ভিতরে প্রবেশে রেজিস্ট্রার বহিতে অন্তর্ভুক্ত করাটাও প্রয়োজন। আশা করছি সিইউএফএল প্রশাসন, সিবিএ নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আসল দুষ্কৃতকারীদের খুঁজে বের করা হবে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘চুরি ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!