আনোয়ারায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আনোয়ারায় ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত দেয়ার পর এক স্কুল শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মে) সকাল ১০টায় উপজেলার রায়পুর ইউনিয়নের জৈদ্দারহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার জনসাধারণ, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশ নেন।

জানা গেছে, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত দিলে বৃহস্পতিবার রাত পৌনে দশটার সময় উপজেলার উত্তর পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বিদ্যালয়ের তালা খুলে দিতে বিদ্যালয়ে যান। তিনি তালা খুলে বিদ্যালয়ের নিচে দাঁড়ালে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হন নুরুল ইসলাম। ঘটনার পর আনোয়ারার বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, মোহাম্মদ মুছা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি লিয়াকত আলী, মোহাম্মদ ইউছুফ, আবদুস সোবহান, আবদুল মান্নান, সিরাজুল মোস্তফা, আবুল বশর, এম ইদ্রিছ তালুকদার, কামরুল ইসলাম, আবু ছাদেক, জাহেদুল হক, বিদ্যালয়ের শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, সাথী, শফিকুল আলম ও মিজানুর রহমান।

মানববন্ধনে বক্তারা শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!