আনোয়ারায় শর্ট সার্কিটের আগুন, পুড়ে ছাই ৩০ লাখ টাকার মালামাল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ও পরৈকোড়া ইউনিয়নে আগুণে লেগে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

চাতরী ইউনিয়নের কেয়াগড় গ্রামের পরিমল দত্তের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণ লেগে মৃত বঞ্জত্ত লাল দত্তের পুত্র পরিমল দত্ত, নির্মল দত্ত ও স্যামল দত্তের বসতঘর পুড়ে যায়।

অপরদিকে বুধবার রাত সাড়ে বারোটায় পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পশ্চিম চৌধুরী বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে নসু মিয়ার পুত্র মোহাম্মদ ফারুক চৌধুরী ও ব্যাংকার মোহাম্মদ ওমর ফয়েজ চৌধুরীর ঘরে পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ দুলাল মিত্র চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চাতরী ইউনিয়নে তিন বসতঘর ও পরৈকোড়া ইউনিয়নে রান্না ঘরের চুলার আগুন লেগে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!