আনোয়ারায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারের দু’পাশে সওজের জায়গায় গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব মনোয়ারা বেগমের নেতৃতে এ অভিযান পরিচালিত হয়।

এসময় দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সড়কের দু’পাশে গড়ে ওঠা প্রায় শতাধিক দোকানপাটসহ নানা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে আনোয়ারা (পিএবি) সড়কের দু’পাশে চাতরী চৌমুহনীতে অবৈধভাবে দোকানপাট গড়ে তুলেন স্থানীয়রা। প্রশাসন কয়েকবার অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিলেও পুনরায় গড়ে উঠে এসব স্থাপনা। বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়ক সংযুক্ত করতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শুরু হওয়া উচ্ছেদ অভিযান একটানা বিকেল পর্যন্ত চলবে।

উপ-সচিব মনোয়ারা বেগম বলেন, সরকারি অধিগ্রহণকৃত জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুলো উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!