আনোয়ারায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন হাসিনা বেগম (৫৫), মিলন আচার্য্য (৬২), প্রদীপ নাথ (৪৭) ও মিলন (৫২)।

শনিবার (২৭ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের মেডিকেল-কালাবিবির দীঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা সদর থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা যাত্রীবাহী একটি বাস সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে। আহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালমা বলেন, ‘বাস দুর্ঘটনায় আহত চারজনকে মেডিকেলে আনা হয়েছে। ওখান থেকে প্রদীপ নাথ ও মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!