আনোয়ারায় প্রথম করোনা, রাতেই গ্রাম হল লকডাউন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। ওই গ্রামের ৪০ বছরের এক ব্যক্তির শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। এ ঘটনার পরই ওষখাইন গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে ইউএনও বলেন, তার কর্মস্থল বন্দরে থাকাকালীন জ্বর, সর্দি ও কাশি বেশি হলে তাকে পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেন বন্দর কর্তৃপক্ষ। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো হলে রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে এলাকাটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে ঐ ব্যক্তিকে ফৌজদারহাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে বন্দর থেকে বাড়িতে আসেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!