আনোয়ারায় আগুনে পুড়লো তিন বসতঘর, ৩০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোর রাতে উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে জগদীশ নাথ, সুভাষ নাথ ও পরিতোষ নাথের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র ও জমির দলিলপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্ বলেন, ‘আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা দিয়েছি। আগুনে তাদের ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র বলেন, ‘খরর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুণে তিনটি ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!