আনোয়ারার ভূমি বিরোধে হামলায় জামিন না পেয়ে জেলে গেল ২ আসামি

ভূমি বিরোধে হামলায় আনোয়ারার একই পরিবারের ৫ জন আহতের ঘটনায় ২ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৯ জুলাই) বিকালে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
তারা হলেন চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার বাসিন্দা সিরাজুল হকের ছেলে মো. ওসমান (৩২) ও বাহাদুল হকের ছেলে মো. জাহেদুল হক (২৭)। তারা মামলাটির এজাহারভুক্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করেন মামলার অভিযোগকারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ কানন।
উল্লেখ্য, গত ১৮ মে রোববার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক আমুরপাড়া এলাকায় জায়গা জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মো. ইলিয়াছের পরিবারের ৫ সদস্য আহত হয়।

এ ঘটনায় (১৯ মে) মো. ইলিয়াছ বাদি হয়ে আনোয়ারা থানায় সিরাজুল হকের ছেলে মো. ওসমান (৩২), মোস্তাক আহমেদ (৩০), মো. মোজাফফর (২৪), বাহাদুল হকের ছেলে মো. জাহেদুল হক (২৭), মো. শহীদ (২৩) ও মৃত বাঁচা মিয়ার ছেলে সিরাজুল হক (৫৫) কে আসামি করে একটি মামলা করেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!