‘আধিপত্য বিস্তার’ কমার্স কলেজে ছাত্রলীগের দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে কলেজ ছাত্রলীগের নেতারা এটিকে সিনিয়র জুনিয়রদের ভুল বুঝাবুঝি বলে দাবি করছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের পর কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সাথে তৌহিদুল আনোয়ার ও মোস্তফা কামাল টিপুর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তৌহিদুল আনোয়ার ও মোস্তফা কামাল টিপু দুজনই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী হিসেবে পরিচিত। তবে চসিক নির্বাচনের পর নজরুল ইসলাম বাহাদুরের বলয় থেকে ছিটকে পরেন তৌহিদ ও টিপু।

জানা গেছে টিপুর অনুসারী এক ছাত্রলীগ নেতাকে বাহাদুরের অনুসারীরা মারধর করলে সংঘর্ষের শুরু হয়।

এই সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সংঘর্ষকে কেন্দ্র করে সদরঘাট থানা পুলিশের একটি দল কলেজ এলাকায় অবস্থান নিয়েছে।

সদরঘাট থানার উপ পরিদর্শক রনি তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কলেজের সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে একটু ঝামেলা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বলার মত কোন সংঘর্ষ ঘটেনি।’

গোলাম মোস্তফা টিপু বলেন, ‘আমার বয়স ৪৬, তৌহিদ ভাইর বয়স ৫৬। কমার্স কলেজে আমাদের কাজ কি? আর সেখানে আমার কোন গ্রুপও নাই।’

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!