আদালতে পুলিশ সামনে আসামীকে ছুরিকাঘাত

আদালতে পুলিশ সামনে আসামীকে ছুরিকাঘাত 1নিজস্ব প্রতিবেদক : পুলিশের সামনে চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মাদক মামলার এক আসামী ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টম্বর ) বেলা ১১টার দিকে প্রকাশ্য দিবালেকে আদালতের সামনে এ ঘটনা ঘটলেও পুলিশ দুবৃর্ত্তদের আটক করতে পারেনি।

ছুরিকাঘাতে আহত মো. জুয়েল (২৮) একটি মাদক মামলায় আদালতে হাজিরা দিতে যান।
.

গত এপ্রিলে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতারের পর মাত্র এক সপ্তাহে আগে জামিনে মুক্তি পেয়েছিল।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এসি প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানায়, জামিন পাওয়া মাদক মামলার হাজিরা দিতে আজ মঙ্গলবার আদালতে আসে জুয়েল। এসময় তার সাথে ছিল শামসুল, সাইফুল, সবুজ, বেলু নামে আরও চারজন। আদালত ভবনের তৃতীয় তলার বারান্দা দিয়ে যাওয়ার সময় ওই চারজন জুয়েলকে ছুরিকাঘাত করে। এসময় জুয়েল দৌড়ে চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজের কক্ষে ঢুকে পড়ে। বিচারক এসময় এজলাসে ছিলেন।

প্রত্যক্ষদর্শী একজন জানান, তার সহযোগিরা জুয়েলের পেটে ও উরুতে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে এতে কক্ষের ফ্লোর রক্তে লাল হয়ে যায়। অনেকক্ষন আহতবস্থায় পড়ে থাকার পর আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জুয়েলকে উদ্ধার করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, আহত জুয়েল বায়োজিদ এলাকার ছিন্নমূলের বাসিন্দা। এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে তাকে ছুরিমারা হয়েছে। আঘাত গুরুত্বর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!