আদালতে এলেই আসামিদের পরতে হবে মাস্ক, নির্দেশ আদালতের

কারাগার থেকে আদালতে আনা সকল আসামিদের মাস্ক পরা বাধ্যতামুলক করেছে আদালত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এ ব্যাপারে ব্যবস্থা নিতে আইজি প্রিজন ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে আদেশ দেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল আলম।

জানা জানায়, সোমবার দুপুরে চট্টগ্রাম কারাগার থেকে মমতাজ মিয়া নামের মাদক মামলার এক অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। তার মুখে মাস্ক না থাকার বিষয়টি আদালতের নজরে আসে। এরপর কারাগার থেকে আনা অন্যান্য অভিযুক্তদের মুখেও মাস্ক না থাকায় বিচারক স্বপ্রণোদিত ক্ষমতাবলে এ আদেশ দেন। আদেশে করোনা মহামারীতে আসামিদের মুখে মাস্ক না থাকাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।

জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা আসামীদের মাস্ক পড়িয়ে আদালতে পাঠাই। আসামীরা কী কারণে সেখানে গিয়ে মাস্ক খুলে ফেলে তা খতিয়ে দেখা হবে।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!